Sharthopor Song Lyrics Mcc-e Mac (স্বার্থপর)

Bangla New Rap Song Lyrics of Mcc-e Mac Band. Clown Production last Bangla song Sharthopor sung by Mcc-e Mac x Gk Kibria. Sharthopor song Recording , Mixing & Mastering - Mac Production (Mcc-e Mac) 
Sharthopor Song Lyrics Mcc-e Mac
Title -  Sharthopor (স্বার্থপর)
Artist - Mcc-e Mac x Gk Kibria
Visual By - Clown Production (Matheon)

Sharthopor Song Mcc-e Mac x Gk Kibria

আমি যে স্বার্থপর
তুমি বলেছিলে
কতটা অপমান
করে গিয়ে ছিলে - (২)
আমি তো তার চিরকাল
রয়ে যাবো
কত ভুল আড়ালে থেকে
সয়ে যাবো
দিন শেষে আমি হার
মেনে যাওয়া
কত ভুল আড়ালে 
সয়ে যাওয়া
কিভাবে সে হাসে
আমি সর্বনাশে
আশা ভরসা ছিলো 
সবই নিয়ে তাকে
না, না করোনা বারাবারি
যেটা সরাসরি ভাঙ্গে মন
আমি নাই তাই তারাতারি
এতো মন ভেঙ্গে যাওয়া আয়োজন
Sad Life 
I'm living 
I'm living
Bad Life - 2
Can't lie 
Baby i
Baby i
Can't lie - 2
ভালোবাসা গুলো হয়ে গেলো নষ্ট 
আলো থেকে বেচে থাকা নির্লজ্জ
ডুবি হতাশায় আমি হই নষ্ট
কেনো কেনো আমি ছুয়ে দিলে ধ্বংস
ধ্বংস হয়ে নষ্ট শেষব্দি
শব্দ তার সাথে থাকে গন্ধ 
মনে থাকা সব গল্প হয় নগ্ন
চলে গেলে জেনে যাবে
কে কার জন্য।
ভালোবাসো তুমি কাকে বল?
কত হাত ধরে তুমি চলো
কত চাদরে শুয়ে থাকো?
কার টা লাগে এখন ভালো?
I'm living Sad life 
আমি যেটা ভাবি হবে না তো so right
One Night  করো ভাগাভাগি 
তুমি শুধু  One night, i can't die
আমি যে স্বার্থপর
তুমি বলেছিলে
কতটা অপমান
করে গিয়ে ছিলে - (২)
আমি তো তার চিরকাল
রয়ে যাবো
কত ভুল আড়ালে থেকে
সয়ে যাবো
দিন শেষে আমি হার
মেনে যাওয়া
কত ভুল আড়ালে 
সয়ে যাওয়া
তোমকে তোমাকে চাই
তুমি তো জীবনে নাই -২

Sharthopor Song Lyrics Mcc-e Mac

Ami je sharthopor
Tumi bolechile
kotota opoman
Kore giye chile 
Ami toh tar chirokal 
Roye jabo 
Koto vul arale theke 
Soye jabo 
Din seshe ami haar
Mene jawa
Koto vul arale
Soye jawa

Post a Comment

0 Comments