Shakkhi Song Lyrics by High Way (সাক্ষী)

Bangla Song Lyrics of Bangladeshi band High Way.Here is another song lyrics from their upcoming Bangla album name “Train Poka”. আজ নি:শেষ হবার নাই কোনো সাক্ষী নাই Song lyrics in bengali written by Hasan Aether he is also key vocalist of Band Highway.
Shakkhi Nai Song Lyrics by High Way
Band: Highway
Ishmam Intesar: Guitars, keys, Bass
Samuel Adhikary: Drums
Nistar Nadvi: Bass
Samin Yasar: Guitars
Hasan Aether: Vocals, Lyrics, Tune, Guitar
Ahmed Hasam Rabbi: Band Manager
Video and Art work: Farhan Islam Hira
Calligraphy: Shahriar Azad Shaumik

Shakkhi Song Lyrics by High Way

কত তারা ঝরে যায়
কে রাখে কার খবর ,
এই অদ্ভুত পৃথিবী
কেও কারোর নয়
কত রক্তে বিষ মিশে যায়
কি সেই নির্মম আঘাতে
থাকে দেয়ালের ওপাশে বন্দী
নাই কোনো সাক্ষী নাই
এত আপন ভেবেছো যাকে
সেও নিচ্ছেনা 'ত খবর
প্রতিদানের ফাসিতে ঝুলছে
জীবন্ত লাশ তোমার
আজ নির্বাক তাকিয়ে তুমি
কবে আসবে চোখে ঘুম
তুমি ফিরে পেতে চাও না কিছু
জেগে থেকে লাভ কি আর
আঁধারে
অবহেলায়
অবলীলায়
ধিক্কার দেয়ালে বন্দী
সান্ত্বনা নেই প্রার্থনা'র
আজ নি:শেষ হবার
নাই কোনো সাক্ষী নাই
চেয়ে দেখো বন্ধু তুমি একা নয়
যত সস্তা পিছুটান ঝেড়ে ফেলে দাও
জেগে ওঠো উচ্ছ্বাসে
আর কোনো আশা নয়
দেখো কুয়াশায় ঝরছে দেও
জানালা খুলে দাও

Shakkhi Song Lyrics by High Way

Koto tara jhore jay
Ke rakhe kar khobor
Ei odvut prithibi
Kew karo noy
Koto rokte bish mishe jay
Ki shey nirmom aghate
Thake deyaler opashe bondhi
Nai kono sakkhi nai
Etto apon vebecho jake
Sheo nicche na toh khobor
Protidaner fashi te jhulche
Jibonto lash tomar
Aaj nirbak takiye tumi
Kobe asbe cokhe ghum

Post a Comment

0 Comments